কলকাতা

দ্বিতীয় পর্যায়ে হকার সমীক্ষা, খতিয়ে দেখা হল নথিপত্র

The second phase of the Hawker survey was document review

The Truth of Bengal: শহরে দ্বিতীয় পর্যায়ে হকার সমীক্ষার কাজ শুরু হয়েছে। শুক্রবার ধর্মতলা এলাকায় হকারদের কাছ থেকে নথিপত্র পরীক্ষা করে দেখেন কলকাতা পুরসভার বিশেষ টিমের সদস্যরা। ২০১৫ সালের নথিভুক্ত  হকারদের তালিকায় নাম আছে কিনা তাও খতিয়ে দেখেন ৬ সদস্যের এই বিশেষ দলের সদস্যরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রকৃত হকারদের চিহ্নিতকরণের কাজ চলছে শহর জুড়ে। অবৈধ হকার রুখতে  প্রকৃত হকারদের তথ্য সংগ্রহ শুরু করেছে কলকাতা পুরসভা। ধর্মতলা চত্বরে হকারদের দ্বিতীয়বার সার্ভে করা হচ্ছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। হকারদের কাছে গিয়ে তাদের পরিচয়পত্র এবং কতদিন তারা হকারি করছেন  সেই নথিপত্র খতিয়ে দেখেন। ২০১৫ সালের নথিভুক্ত  হকারদের তালিকা নাম আছে কিনা তাও খতিয়ে দেখেন ৬ সদস্যের এই বিশেষ দলের সদস্যরা। প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন। কলকাতা ও রাজ্যে জুড়ে শুরু হয়েছে প্রকৃত হকার চিহ্নিতকরণের কাজ। কলকাতা পুরসভার পক্ষ থেকে শহরে শুরু হয়েছে হকার সমীক্ষা। ইতিমধ্যে প্রথম পর্যায়ে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় সমীক্ষা চালানোর কাজ শেষ হয়েছে।  আগামী দু-তিন দিনের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন এই টিমের অন্যতম সদস্য মেয়র পরিষদ অনিন্দ্য রাউত।

অ্যাপের মাধ্যমে ডিজিটালি সমীক্ষা করা হচ্ছে। গোটা কলকাতায় বরো ভিত্তিক সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমীক্ষার জন্য এলাকা ধরে ধরে বিশেষ টিম তৈরি করেছে পুরসভা। ৫৬০ জন পুরকর্মী  প্রকৃত হকার চিহ্নিতকরণের কাজ করছে। এই সমীক্ষার কাজ শেষ হলে রিপোর্ট তৈরি করে তা পাঠানো হবে নবান্নে। অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল নবান্নের তরফে।

Related Articles