কলকাতা

মার্চের শুরুতেই গ্রীষ্মের প্রখর রোদ, সপ্তাহান্তে বাড়বে গরমের দাপট

The scorching summer sun will set in early March, with the heat intensifying over the weekend.

Truth Of Bengal : সবে মাত্র ঢুকেছে মার্চ মাস। এখন থেকেই গরমের দাপট দেখে বোঝা যাচ্ছে চলতি মাস থেকেই দক্ষিণের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে। আগের সপ্তাহেই উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত দেখা গিয়েছিল, তবে চলতি সপ্তাহে উত্তরে নেই বৃষ্টির কোন সম্ভাবনা। অন্যদিকে এক এক দিন করে ক্রমশ বেড়েই চলেছে দক্ষিণের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল চলতি সপ্তাহের শুরুতে ১ থেকে ২ ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর সেই মতোই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। রাতে মনোরম আবহাওয়ার আমেজ অনুভূত হলেও সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রৌদ্রের প্রখর তাপে যেন ঝলসে যাচ্ছে চারপাশ।

এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। তবে তার আগে মাঝে ২ থেকে ১ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা তেমনটাও আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত যা খবর আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই দুই বঙ্গেই।

সপ্তাহান্তেই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আভাস আলিপুর আবহাওয়া দফতরের। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে  ৩৩ বা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এমনকি জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ বা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ মার্চের মধ্যেই গরমে ভোগান্তি বাড়বে আম জনতার। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। যত দিন যাবে গ্রীষ্মের প্রখর রৌদ্রে মানুষ হাঁসফাঁস করতে শুরু করবে বলে জানা যাচ্ছে।

 

Related Articles