একাকীত্বের যন্ত্রণায় গঙ্গায় ঝাঁপ বৃদ্ধার, খবর পেয়ে উদ্ধার করল পুলিশ
The old woman jumped into the Ganga due to the pain of loneliness, the police rescued her after receiving information

Truth Of Bengal: বুধবার জোয়ারের সময় গঙ্গায় ঝাঁপ দিলেন ৭০ বছরের বৃদ্ধা । ঘটনার খবর পেয়ে ইনস্পেক্টর ইন্দ্রনারায়ণ চৌধুরী বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুই কর্মীকে নিয়ে একটি স্পিডবোটে বেরিয়ে পড়েন উদ্ধার অভিযানে। বিপর্যয় মোকাবিলার কর্মীরা সকাল ১১.১৫ নাদাগ বৃদ্ধাকে গঙ্গায় খুঁজে পায় । দেরি না করে তৎক্ষণাৎ বৃদ্ধাকে স্পিডবোটে তোলা হয় । বৃদ্ধাকে উদ্ধার করতে একজন বিপর্যয় মোকাবিলা কর্মী গঙ্গায় ঝাঁপ দেন। স্পিডবোটে বসেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা।
পুলিশ সূত্রে খবর এদিন সকাল ১১ নাগাদ গঙ্গায় জোয়ার আসার কথা ছিল। যদি সেই জোয়ার আসত তাহলে বৃদ্ধাকে বাঁচানো তো দূরের কথা খুঁজেই পাওয়া যেতো না। পুলিশের তৎপরতায় বিপদ হওয়ার আগে বৃদ্ধাকে বাঁচানো গেছে। ওই ৭০ বছরের বৃদ্ধা হঠাৎ গঙ্গায় ঝাঁপ দিলেন কেন? তার পরিচয়ই বা কি? কেমন আছেন এখন বৃদ্ধা।
জানা গিয়েছে আপাতত পুলিশের সুরক্ষা হেফাজতে রয়েছেন বৃদ্ধা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিসকে জানিয়েছেন তার নাম কালিন্দী মণ্ডল। তিনি একা থাকেন । তার স্বামী জীবন মন্ডল প্রয়াত হয়েছেন । তিনি সল্টলেকে এক চিকিৎসকের বাড়িতে পরিচিকার কাজ করতেন। সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধার শারীরিক ক্ষমতা কমতে থাকে এবং একাকীত্ব গ্রাস করে তাকে। এই একাকীত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য গঙ্গায় ঝাঁপ দেন বৃদ্ধা। জানা গিয়েছে গঙ্গায় জোয়ার আসার সময় জেনে গঙ্গায় ঝাঁপ দেন বৃদ্ধা। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে তাকে উদ্ধার করা হয়।