
The Truth Of Bengal: প্রায় বিরোধীশূন্য লোকসভায় পাশ হয়েছে ন্যায়সংহিতা বিল। বিরোধীদের বক্তব্য না শোনায় সোচ্চার ইন্ডিয়া জোট। বিরোধী রাজনীতিবিদ থেকে আইনজীবীদের একটা বড় অংশ এই বিলকে বিপদজনক বলে মন্তব্য করেছেন। সংসদে বিনা বাধায় বিল পাস করানোর জন্যই বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হয় বলে অভিযোগ ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের।
লোকসভায় পাশ ন্যায়সংহিতা বিল। প্রায় বিরোধীশূন্য লোকসভায় পাশ হয় ন্যায়সংহিতা বিল। বিরোধীদের বক্তব্যকে উপেক্ষা করেই কেন্দ্র বিল পাশ করিয়ে নিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই আচরণে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট সোচ্চার। লোকসভায় কার্যত ফাঁকা মাঠে বিল পাশ করে কেন্দ্র। লোকসভায় ধ্বনিভোটে পাশ হয় এই নয়া বিল। এই বিল আইনে পরিণত হলে ‘পুলিশ স্টেট’ হয়ে ওঠার পথ সুগম হবে বলে অভিযোগ বিরোধীদের।
ন্যায়সংহিতা বিল নিয়ে বিজেপি ছাড়া রাজ্যের সব রাজনৈতিক দলই বিরোধিতায় সোচ্চার। বিজেপি বিরোধী প্রায় সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রের এই ন্যায়সংহিতা বিল নিয়ে সোচ্চার তো হয়েছেই, আইনজীবীদের বড় অংশও বিলের সমালোচনায় সরব।
আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট বদলাতে এই নয়া বিল। বিরোধীদের অভিযোগ সাসপেনশনের মাধ্যমে অধিবেশন কক্ষ বিরোধীশূন্য করে লোকসভায় তড়িঘড়ি পাস করানো হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা বিল।
Free Access