
The Truth of Bengal: লোকসভার সচিবালয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ রাজ্যের মুখ্যসচিব। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের উপরে ‘হামলার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব, ডিজি-সহ পাঁচ কর্তাকে সোমবার ডেকে পাঠিয়েছিল লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি।
সূত্রের খবর, সেই ডাকে সাড়া দিচ্ছেন না রাজ্যের ডিজি রাজীব কুমার। লোকসভার সচিবালয়ে চিঠি দিয়ে রাজীব জানিয়েছেন, লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির বৈঠকে যোগ দেবেন না তিনি। তবে তাঁরা কেন সেই বৈঠকে যোগ দেবেন না, তা নির্দিষ্ট করে জানা যায়নি।
সন্দেশখালিকাণ্ডের আবহে বিজেপি সাংসদ সুকান্তের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি রাজ্যের পাঁচ প্রশাসনিক কর্তাকে ডেকে পাঠানোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক। সোমবার বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বিষয়টিতে প্রধান বিচারপতি ডিওয়াই বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী। তাতে স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।