কলকাতা

‘দানা’ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, রাতভর নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী 

The Chief Minister will stay in Nabanna on Thursday night to monitor the situation

Truth of Bengal: ঘূর্ণিঝড় দানা-র প্রভাব কেমন হতে পারে, সেই গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে বৃহস্পতিবার রাতভর নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। থাকবেন একাধিক মন্ত্রীও। এখনও পর্যন্ত ১ লক্ষ ৫৯ হাজার ৮৩৭ জনকে সরানো হয়েছে উপকূল এলাকা থেকে। রিলিফ ক্যাম্পে রয়েছেন ৮৩ হাজার ৫৮২ জন।

নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নবান্নে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। এর আগে একাধিক দুর্যোগের সময় নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হল না। প্রশাসনের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন পরিস্থিতির ওপর নজর রাখতে তিনি বৃহস্পতিবার রাতভর থাকবেন নবান্নে।

একনজরে মুখ্যমন্ত্রীর বক্তব্য:

  • পরিস্থিতির উপর নজর রাখতে আজ রাতে আমি নবান্নে থাকবো।
  • অনেক বলছেন এখানে প্রভাব পড়বে না। সেটা কিন্তু ঠিক নয়। সবচেয়ে দামী মানুষের জীবন।
  • কেউ প্যানিক করবেন না। এটা মজার খেলা নয়, এটা মানুষের জীবন বাঁচানোর খেলা।
  • কোনো গুজবে, কুৎসায়, প্ররোচনায় কান দেওয়ার দরকার নেই।
  • সাত/আটজন সচিব যারা বিভিন্ন জেলায় আছেন তারা যেন স্টেশন না ছাড়েন আমাদের না জানিয়ে।
  • হেল্পলাইন নাম্বার (০৩৩২২১৪-৩৫২৬, ১০৭০) চালু আছে নবান্নে ও জেলায় জেলায়।
  • যতক্ষণ ঝড়ের এফেক্ট শেষ না হচ্ছে ততক্ষণ সমুদ্রে যাওয়া, মাছ ধরতে বারণ করা আছে।
  • ডিভিসি আবার কাল জল ছাড়বে। বাংলা যেন ডাম্পিং গ্রাউন্ড হয়েছে।
  • কলকাতায় জল জমলেও তা এখন তাড়াতাড়ি নেমে যায়। আমরা পলি সরানোর কাজটা করেছি।
  • এখনো পর্যন্ত নিরাপদ স্থানে সরানো হয়েছে ৩,৫৬,৯৪১ জনকে।
  • ৮৫১ টা রিলিফ ক্যাম্প প্রস্তুত রাখা হয়েছে ।
  • রিলিফ ক্যাম্পে রয়েছেন ৮৩ হাজার ৫৮২ জন।
  • কেউ যেন সরকারি নির্দেশ অমান্য না করে।

Related Articles