কলকাতা
ফুরফুরায় সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বিধানসভার আগে রাজনৈতিক মহলে অন্য ইঙ্গিত ?
The Chief Minister is leaving on Monday in style, are there any other indications in the political circles before the assembly?

Truth Of Bengal: কয়েকদিন আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ২০মিনিট আলোচনা করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। নওশাদ জানান, ভাঙড়ের বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না পারার জন্য তিনি কথা বলতে যান। আর সেই বৈঠকের পর জল্পনা বাড়ে নওশাদ কী অভিমুখ বদলাচ্ছেন? তৃণমূলের সঙ্গে শীতলতা দূর করে সম্পর্কের সমীকরণ তৈরি করতে চাইছেন? অন্যান্য রাজনীতিকদের মতোই নওশাদও সেই সম্ভাবনায় জল ঢেলে দেন।
তবে শুভেন্দু অধিকারীর মুসলিম বিদ্বেষী মন্তব্যের তীব্র সমালোচনার সুর শোনা যায় নওশাদের গলায়। তৃণমূলের সুরেই সরব হন নওশাদ। কাকা ত্বহা সিদ্দিকির সঙ্গে তৃণমূলের সম্পর্ক বরাবরই ভালো। ফুরফুরার ধর্মীয় তাত্পর্য, সংখ্যালঘুদের গুরুত্ব, সবদিক থেকেই তৃণমূল কংগ্রেস ফুরফুরার মুখ ত্বহাকে গুরুত্ব দিয়েছে। এখন নওশাদও সুর নরম করছেন।