সাতসকালে খাস কলকাতায় দেহ উদ্ধার, ঘটনায় তদন্তে পুলিশ
The body was recovered in Khas Kolkata in the morning, the police are investigating the incident

Truth Of Bengal : সকাল সকাল প্রাতঃভ্রমণে বেরন অনেকে। প্রাতঃভ্রমণ করতে গিয়ে কেউ যদি দেখেন রাস্তার পাশে দেহ পড়ে রয়েছে। তায় আবার একজন তরতাজা যুবকের। এমনই ঘটনা ঘটেছে কলকাতার রেসকোর্স এলাকায়। শনিবার সাতসকালেই রাস্তার পাশে এক টিনের শেড থেকে অর্ধেক ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় যুবকের মৃতদেহ। ওই যুবককে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছে। যদিও এখনও পর্যন্ত কি কারণে ওই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে ওই যুবক রাস্তার ধারের একটি টিনের শেডের সাথে গামছা বেঁধে ঝুলন্ত অবস্থায় ছিল। জানা যাচ্ছে ওই যুবকের নাম সামশাদ। তিনি ছিলেন পেশায় একজন অস্থায়ী কর্মী। দীর্ঘদিন ধরে কাজ ঠিক মতো না পাওয়ায় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। এছাড়াও স্থানীয়দের মতে ওই যুবক বহুদিন ধরেই টাকার সমস্যায় ভুগছিলেন। যে কারণে এই পথ বেছে নিয়েছে ওই যুবক। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়ার ও চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার কথা ভাবলেও আদেও কি এই ঘটনার পিছনে আত্মহত্যা নাকি অন্য কোন ঘটনার যোগ রয়েছে তা জানতেও তদন্ত চালাচ্ছে পুলিশ।