তিলোত্তমায় ট্রামের আগামী রূপরেখা চূড়ান্ত করতে উদ্যোগী প্রশাসন,হাইকোর্টের নির্দেশনামায় কাজ হবে জানালেন মহানাগরিক
The administration is eager to finalize the future outline of kolkata tram.

The Truth OF Bengal: কলকাতার গর্বের হেরিটেজ ট্রামকে আধুনিক করার দিকে নজর দিয়েছে রাজ্য সরকার।এবার আদালতের নির্দেশ মেনে গতির সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রামের গতিপথ নির্ধারণের নীলনকশা কার্যকর করতে চায় প্রশাসন। করা হবে বলে পুর-নগরোন্নয়নমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন।
কলকাতার ঐতিহ্যের ভূষণ হল ট্রাম।ধীরগতির এই যান ইতিহাসের সাক্ষী।হেরিটেজ তকমা নিয়ে এখনও আপন ছন্দ বজায় ।কলকাতার এই গর্বের যানের যাত্রাপথ শুরু হয়েছিল, ১৮৮০ সালের ১ নভেম্বর । তখনকার দিনে ট্রামে যাত্রীর পাশাপাশি মালপত্রও নিয়ে যাওয়া হত।একসময় তুরস্কের বিখ্যাত লেখক ও নাট্যকার মহমত মুরাত ইলদান লেখেন,যে শহরে ট্রাম নেই,সেই শহরকে কম শিক্ষিত , কম কাব্যিক লাগে। দেশের ১৫টি শহরে এই ট্রাম চলত,এখন কলকাতা ছাড়া আর কোনও শহরে ট্রামের দেখা মেলে না। নগর সভ্যতার গতির সঙ্গে তাল মিলিয়ে ট্রাম কে সাজিয়ে তোলার জন্য উদ্যোগী হল প্রশাসন। অন্যান্য যানের যাতায়াতের সঙ্গে সঙ্গতি রেখেই ট্রামের নিয়ন্ত্রিত যাত্রার কথা চিন্তা করছে পুরসভা।অবশ্যই হাইকোর্টের নির্দেশনামা মেনে চলা হবে বলে মহানাগরিক ফিরহাদ হাকিম জানিয়েছেন।
পরিবেশপ্রিয় যান বাঁচিয়ে রাখার নানা এক্সপেরিমেন্ট করছে রাজ্য সরকার। এই অবস্থায় পুরসভা-পরিবহণ দফতর বিস্তারিত আলোচনা করেছে।পুর-কর্তারা জানিয়েছেন, আদালতকে জানানো হবে, কতটুকু জায়গায় ট্রাম চালানো যাবে, কতটুকু জায়গায় ট্রাম চালানো যাবে না।জানা গেছে, কিছুদিনের মধ্যেই শহরের হেরিটেজ ট্রাম রাখার জন্য রাজ্য সরকার সুনির্দিষ্ট নীতি তৈরি করতে চায়।সেই পলিসি ডিসিশন হাইকোর্টে জমা পড়বে।আদালতের নির্দেশমতো ট্রামের মানচিত্র নির্ধারণ করা হবে।রূপসী কলকাতার রূপমাধুর্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে শহরবাসী বলছেন,চল রাস্তায় সাজি ট্রাম লাইন…
Free Access