কলকাতা
নতুন করে দাখিল করতে হবে আবেদন, নির্যাতিতার বাবা-মাকে নির্দেশ সুপ্রিমকোর্টের
Supreme Court orders victim's parents to file fresh application

Truth Of Bengal: আরজি কর মামলার শুনানি হল সুপ্রিমকোর্টে। বুধবার প্রধান বিচারপতি সঞ্জিব খান্নার ডিভিসন বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলার শুনানিতে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন,এই আবেদনপত্রে যা যা বক্তব্য আছে,সেগুলো বিতর্কযোগ্য।
শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন , তাড়াহুড়ো করে কিছু করা ঠিক নয়, ওই সময়ে অনেক উত্তর অভিযুক্তের পক্ষে যেতে পারে।তখন পরিবারের আইনজীবী বলেন,সুপ্রিমকোর্টে এই আবেদন শাস্তি ঘোষণার আগে করা হয়েছিল। এই অবস্থায় শীর্ষ আদালত নির্যাতিতার বাবা-মায়ের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দেন,এখনই উত্তর চাই না,পরে জানান।