মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পানীয় জলের অপচয় রোধে কড়া প্রশাসন, কাটা হল সংযোগ
Strict administration to prevent wastage of drinking water after Chief Minister's order, connections cut off

Truth Of Bengal: যেখানে পানীয় জল অন্য কাজে ব্যবহার হচ্ছে, সেই জায়গাগুলি চিহ্নিত করে সেখানে জলের সংযোগ কেটে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। পূর্বমেদিনীপুরের কোলাঘাটে বেশ কয়েকটি সংযোগ কেটে দেওয়া হয়। প্রশাসনের আধিকারিকরা ঘটনা স্থলে গিয়ে খতিয়ে দেখে সেসব জলের সংযোগ কেটে দেন। সরকারের পাঠানো পানীয় জল ব্যবহার হচ্ছে অন্যনানা কাজে। এই ঘটনা সামনে আসার পর ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার তিনি নবান্নে জানান, জলের অপচয় বন্ধ করা হোক। জলের অপচয় বন্ধ করার জন্য একটা গাইডলাইন তৈরি করা প্রয়োজন বলেও তিনি জানান।
এই বিষয়টি দেখভাল করার জন্য মন্ত্রি গোষ্ঠীর সদস্যরা যেমন থাকবেন তার পাশাপাশি মুখ্য সচিব নিজেও বিষয়টি নিয়ে রিপোর্ট নেবেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন বিষয়টি দেখভাল করার জন্য। যে উদ্দেশ্য নিয়ে মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দিচ্ছে, সেই উদ্দেশ্য যাতে সাধিত হয়, সেটাই নিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী।
নিজের ভালর জন্য মানুষ যদি নিজে না সচেতন হয়, তাহলে প্রশাসনের কড়া হওয়া ছাড়া উপায় থাকেনা। মুখ্যমন্ত্রীর এই কথার পর দ্রুত পদক্ষেপ প্রশাসনের। যেখানে পানীয় জল অন্য কাজে ব্যবহার হচ্ছে, সেই জায়গাগুলি চিহ্নিত করে সেখানে জলের সংযোগ কেটে দেওয়া হয় প্রশাসনের তরফে।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বেশ কয়েকটি সংযোগ কেটে দেওয়া হয়। প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখে সেসব জলের সংযোগ কেটে দেন। ৩২৮৯টি জায়গা থেকে মোট অভিযোগ আসে ৭০টি।
তার মধ্যে হাওড়া, নদিয়া, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলা থেকে অভিযোগগুলি আসে। বাকি অন্য যেসব জেলায় এমন ঘটনা ঘটছে সেখানেও আগামীতে এমন কড়া পদক্ষেপ করা হবে প্রশাসনের তরফে।