
The Truth of Bengal: কালীপুজোয় চলবে বাড়তি মেট্রো। যাঁরা দক্ষিণেশ্বর কিংবা কালীঘাটে পুজো দিতে যেতে চান, তাঁদের জন্য থাকবে বিশেষ মেট্রো রেলের পরিষেবা। ঘোষণা করল ভারতীয় মেট্রো রেল কর্তৃপক্ষ। পুজোর সময়ে ভিড় থাকে রাস্তা, আর কালীপুজোর রাতে কালীঘাট-দক্ষিণেশ্বরে ভিড় চোখে পড়ার মতো। পঞ্চমী থেকে বিজয়া দশমী। এবছর দুর্গাপুজোয় সর্বকালীন রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো রেল। ২ টি জোন মিলিয়ে মেট্রোয় যাত্রীসংখ্যা ছিল ৪১ লক্ষ ৬৫ হাজার। আর মাত্র ১ দিন। ১২ নভেম্বর, কালীপুজো।
জেনে নিন মেট্রোরেলের সময়সূচী
প্রথম মেট্রো
—–
সকাল ৯টায়, দমদম থেকে দক্ষিণেশ্বর (কোনও পরিবর্তন নেই)
সকাল ৯টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
সকাল ৯টায়, দমদম থেকে কবি সুভাষ (কোনও পরিবর্তন নেই)
সকাল ৯টায়, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোনওও পরিবর্তন নেই)
শেষ মেট্রো
—–
রাত্রি ১০টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (৯টা ২৮ মিনিটের পরিবর্তে)
রাত্রি ১০টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (৯টা ২৭ মিনিটের পরিবর্তে)