জোর করে ফাঁসানো হয়েছে, নিজেকে নির্দোষ বলে দাবি সঞ্জয়ের
Sanjay claims he was framed forcibly, claims he is innocent

Truth of Bengal: শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদার বিশেষ আদালত।বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন,সোমবার আরজি কর মামলার সাজা ঘোষণা করা হবে।সেইমতো সকাল ১১টা ১৫মিনিট নাগাদ সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়। কড়া নিরাপত্তার মধ্যে সঞ্জয় পৌঁছায় আদালতে। ১১টা ৪০ মিনিট নাগাদ সঞ্জয় পৌঁছায় আদালতে।
এরপর ১২টা ৩৬ মিনিট নাগাদ এজলাসে আসেন বিচারক অনির্বাণ দাস। আদালত চত্বরে কড়া নিরাপত্তা বহাল করা হয়েছে। ৫০০-র ওপর পুলিশ কর্মী রয়েছে নজরদারিতে। এজলাসে ঢুকেই বিচারক সঞ্জয়ের কথা শুনতে চান। সেসময় সঞ্জয় অভিযোগ করে,তাঁকে জোর করে ফাঁসানো হয়েছে। সঞ্জয় রায় বলে, আমাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে,হুজুর আপনি বিচারক আপনি সঠিক বিচার দিন।
আমাকে জোর করে ফাঁসানো হয়েছে। বিচারক বলেন,আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এসেছে তাতে ৬৪ ধারা অনুযায়ী আপনার মৃত্যুদণ্ড হতে পারে।সঞ্জয় তখন বলেন, ‘‘আমি স্যার নির্দোষ,আমাকে প্রচুর নির্যাতন করা হয়েছে,আমাকে জোর করে সই করানো হয়েছে’’। বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে বলেন, ‘‘ আপনার বিরুদ্ধে যা যা এসেছে তার শাস্তি আপনার হবে’’।
কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন সঞ্জয়। বিচারক জিজ্ঞাসা করেন,বাড়িতে কে কে রয়েছে ? সঞ্জয় বলেন,দিদি-মা রয়েছে। বিচারক অনির্বাণ দাস জানতে চান, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রয়েছে ? সেসময় সঞ্জয় বলেন,পুলিশ ব্যারাকে থাকতাম,মায়ের সঙ্গে যোগাযোগ নেই। না কেউ আসেনি দেখা করার জন্য। বিচারক জানতে চান, আপনার আর কিছু বলার আছে ? এজলাসে দাঁড়িয়ে আবার সেই সঞ্জয় বলেন, ‘‘স্যার আমি নির্দোষ ,আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি মিথ্যা কথা বলছি না, আমাকে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ।’’