মুখ্যমন্ত্রীর ডাকে সংহতি যাত্রা, ঐক্যের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
Sanhati Yatra called by Chief Minister

The Truth of Bengal: ঐক্য অটুট রাখতে সোমবার সংহতি যাত্রা ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই পুজো দেবেন কালীঘাটে। তারপর তিনি হাজরামোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলে অংশ নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই পদ যাত্রায় সামিল হবেন হিন্দু,মুসলিম,শিখ,খ্রিষ্টান সহ সব ধর্মের মানুষ। পার্ক সার্কাস ময়দানে ঐক্যের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মতোই জেলাও ব্লকস্তরে একতার বুনোন শক্তিশালী করার ডাক দেওয়া হবে। কলকাতায় সংহতি মিছিল করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কালীঘাটে পুজো দিয়ে তার পর হাজরা পার্ক থেকে মিছিলে যোগ দেবেন বিকেল ৩টেয়। যাবেন গুরুদ্বার। সেখানে চাদর চড়াবেন। বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস যাবেন মিছিলে হেঁটে। মসজিদ এবং গির্জায় যাবেন। ওখান থেকে পার্ক সার্কাস ময়দান যাবেন সভা করতে। পথে রাধাকৃষ্ণের মন্দিরেও পুজো দেওয়ার কথা। বিকেল ৩টেয় কালীঘাট মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংহতি মিছিল হাজরা মোড় থেকে শুরু হবে। এরপর মিছিল যাবে হাজরারোডে, গুরুদুয়ারায় প্রার্থনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বালিগঞ্জ ফাঁড়িতে কিছুক্ষণের জন্য মিছিল দাঁড়াবে।সংহতি মিছিল পৌঁছবে সোজা পার্ক সার্কাস ময়দানে। সভাস্থলে গিয়ে গির্জা ও মসজিদে প্রার্থনা করবেন তৃণমূল নেত্রী সর্বধর্ম সমন্বয়ের মিছিলে সামিল হবেন। সমাজের সব অংশের মানুষ হাজরা মোড় কিংবা পার্ক সার্কাস ময়দান পর্যন্ত পদযাত্রায় থাকবেন ধর্মগুরুরা। যোগ দেবে সনাতন ব্রাক্ষ্মণ ট্রাস্ট । মিছিল শেষে পার্ক সার্কাস ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন সব ধর্মের প্রতিনিধিরা। এই সভার মঞ্চে কোনও রাজনৈতিক নেতৃত্ব থাকবেন না বলে জানা গেছে। রবিবার পার্ক সার্কাস ময়দানে সভাস্থল ঘুরে দেখেন ফিরহাদ হাকিম।তিনি মহতী উদ্দেশ্য ব্যাখা করেন।