কলকাতা

শাঁখ বাজিয়ে প্রতিবাদ করায় হাসির খোরাক হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেত্রীর পাশে দাঁড়ালেন অভিনেতা জিতু  

Rituparna Sengupta was laughed at for protesting by playing the conch shell, actor Jitu stood by the actress.

Truth of Bengal:  আর জি কর কাণ্ডে ১৪ অগস্ট মধ্যরাতে পথে নেমেছেন সারা বাংলার মহিলার। সে রাতে আহ্বান করা হয়েছিল ‘মেয়েরা, রাত দখল করো’। সেই রাতে সারা বাংলার প্রায় মেয়েরাই পথে নেমে প্রতিবাদ জানান। শুধু সাধারণ মানুষই নয়, টলি পাড়ার একের পর এক তারকারাও এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন। বাদ নেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।

তিনি ওই কর্মসূচিতে স্বামীর অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও কলকাতার নারীদের সঙ্গে প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনিও। তবে রাস্তায় হেঁটে নয়, বরং শাঁখ বাজিয়েই আরজি কর-কাণ্ডের নিহত চিকিৎসকের হয়ে বিচার চেয়েছিলেন তিনি। ইতিমধ্যেই শাঁখ বাজানোর একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্টও করেছেন অভিনেত্রী। তারপর থেকেই অভিনেত্রীকে নিয়ে হাসাহাসির রোল পড়ে যায়। তবে এবার অভিনেতা জীতু কমলকে অভিনেত্রীর পাশে দাঁড়াতে দেখা গেল।

কয়েকদিন ধরেই ঋতুপর্ণার শাঁখ বাজানোর ধরন নিয়ে ট্রোল করা হচ্ছে অভিনেত্রীকে। এমনকি তাঁকে ব্যঙ্গ করে অনেকেই একই ধরনের ভিডিয়ো ভাগ করেছেন সমাজমাধ্যমে। কেউ কেউ আবার আপত্তি জানিয়েছে তাঁর শাঁখ বাজানোর ধরন নিয়ে, কেউ আবার লিখেছেন, “জলশঙ্খ তো বাজে না, শব্দ এল কোথা থেকে!’’

কেউ বা আবার বলেছেন, সবটাই অভিনেত্রী অভিনয় করেছেন বলে কটাক্ষ করেছেন। যদিও এই ধরনের মন্তব্যের পালটা জবাব অভিনেত্রীকে দিতে দেখা যায়নি। যদিও পরে অভিনেত্রী পোস্টটি মুছে দিয়েছেন। কিন্তু ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

এইসময় ঋতুপর্ণার পাশে অভিনেতা জিতুকে দাঁড়াতে দেখা গেল এবং অভিনেতা ঋতুপর্ণার পাশে দাঁড়িয়ে লিখেছেন,  ‘‘যে শঙ্খ বাজানো নিয়ে এত ট্রোল করা হচ্ছে, সেই শঙ্খ বাজিয়ে তিনি কিন্তু কখনও কোনও পতাকার তলায় দাঁড়াননি। আমি যত দিন দেখেছি, তিনি প্রচুর টেকনিশিয়ানের পাশে দাঁড়িয়েছেন, দীর্ঘ দিন ধরে। আমি তাঁকে খুব কাছ থেকে চিনি। এ ভাবে ট্রোল করে হয়তো তাঁকেও ঘরে চুপ করে বসিয়ে দেওয়া হল। আর হয়তো তিনি কোনও প্রতিবাদে যোগ দেবেন না।’’ যদিও শনিবারই ঋতুপর্ণার শাঁখ বাজানোর ধরন নিয়ে তাঁকে সমালোচনা করতে ছাড়েননি আর এক অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

 

Related Articles