কলকাতা

অ্যাপস এর উপর নির্ভর করে ঘুরে দেখুন বইমেলা

Relying on apps to navigate the book fair

Truth Of Bengal: বইমেলা মানে প্রচুর মানুষের সমাগম। আর তারই মাঝে নিজের পছন্দের স্টলটি খোঁজ পেতে কে না চায়। ৪৮তম কলকাতা বইমেলা শুরুর আগেই উদ্যোক্তাদের তরফে একটি বিজ্ঞপ্তিতে তেমনই আভাস পাওয়া যাচ্ছে। সোমবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের দুই কর্তা, সুধাংশুশেখর দে এবং সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় একটি অ্যাপের খবর জানিয়েছেন। ‘আইকেবিএফ’ নামের অ্যাপটি ডাউনলোড করলে তাতে বইমেলার সম্পর্কিত যে কোনও স্টলে যাওয়ার তথ্য থাকবে সেই অ্যাপের মধ্যে।

তবে মেলা চত্বরে নেট সংযোগ পাওয়া নিয়ে প্রতি বছরই ধস্তাধস্তি হতে দেখা যায় । অ্যাপ হাতে থাকলে বইমেলায় যে কোনও দোকানে পৌঁছনোই সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। ছোট, বড় স্টল বা লিট্‌ল ম্যাগাজ়িন মিলিয়ে বইমেলায় এবার অতীতের সব নজির ছাপিয়ে যাবে। এই বইমেলাতে থাকবে এক হাজারেরও বেশি স্টল। বইমেলার ইতিহাসে এ বারই প্রথম মজাদার এক বাঙালি পোশাকের হাঁস দম্পতির আদলে ম্যাসকট তৈরি হয়েছে যা দর্শকদের নজরও কাড়বে।

Related Articles