কলকাতা
Trending

প্রজাতন্ত্র দিবসে সেজে উঠেছে রেড রোড, নিরাপত্তায় বাড়তি নজর পুলিশের….

Red road has been decorated on Republic Day, police are paying extra attention to security

The Truth Of Bengal: শুক্রবার প্রজাতন্ত্র দিবস। কুচকাওয়াজের আগে সেজে উঠছে রেড রোড। হয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও প্রজাতন্ত্র দিবসে রেড রোডে কুচকাওয়াজ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানে। উপস্থিত থাকবেন একাধিক ভিআইপি। লালবাজারের তরফে বিশেষ নজর থাকছে গোটা ময়দান চত্বরে। ধর্মতলা এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। রেড রোডের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে।

রেড রোডে প্রতি বছর সাড়ম্বরে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। সুসজ্জিত নানা ট্যাবলো প্রদর্শনী হয় রাজপথে। কড়া নিরাপত্তায় মোড়া থাকে রেড রোড সহ ময়দানের বিভিন্ন এলাকা। শুক্রবার প্রজাতন্ত্র দিবস। কুচকাওয়াজের আগে সেজে উঠছে রেড রোড। হয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও প্রজাতন্ত্র দিবসে রেড রোডে কুচকাওয়াজ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানে। উপস্থিত থাকবেন একাধিক ভিআইপি। লালবাজারের তরফে বিশেষ নজর থাকছে গোটা ময়দান চত্বরে। ধর্মতলা এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। রেড রোডের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে কলকাতা। ইতিমধ্যেই সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে। ২৬ জানুয়ারির নিরাপত্তায় রেড রোডে মোতায়েন থাকবেন ২৫০০ পুলিশ কর্মী। ২২ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন নিরাপত্তার দায়িত্বে। সেইসঙ্গে থাকবেন ৪২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার। এই বছরে রেড রোডে থাকছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। সমগ্র রেড রোডকে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি জোনে।

বিশেষ নজরদারি চালাবে সাদা পোশাকে থাকা পুলিশ কর্মীরা। থাকছে একাধিক ওয়াচ টাওয়ার। তবে এই বছরে প্রজাতন্ত্র দিবসের আগে থেকেই শহরে পথে নামানো হয় বাড়তি বাহিনী। কারণ, কয়েকদিন আগে ভারতীয় জাদুঘরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। বিস্ফোরক রাখা রয়েছে বার্তা দিয়ে ই-মেল পাঠানো হয়েছিল। যদিও পরে কিছু পাওয়া যায়নি। তাই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশ। বুধবার রেড রোডের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ছিলেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার একাধিক আধিকারিক। প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি হল কুচকাওয়াজের মহড়া। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আগে প্রস্তুত রেড রোড।

Free Access

Related Articles