কলকাতা

বিরল! মাত্র ৫ দিনে ১৮৫টি সফল অস্ত্রোপচার করে নজির এসএসকেএম-এর

Rare! SSKM performs 185 successful surgeries in just 5 days

Truth Of Bengal: এসএসকেএম হাসপাতালে নজিরবিহীন উদ্যোগ। মাত্র পাঁচ দিনে ১৮৫ জন রোগীর সফল অস্ত্রোপচার করলেন ১৫ জন চিকিৎসকের একটি দল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এমন ঘটনা শুধু রাজ্যেই নয়, গোটা দেশের ইতিহাসেও বিরল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নানা কারণে অস্ত্রোপচারের জন্য অপেক্ষারত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছিল। কিন্তু প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক অস্ত্রোপচারের সীমা থাকায় চাপ কমানোর জন্য চিকিৎসকেরা বিশেষ উদ্যোগ নেন। সিদ্ধান্ত হয়, সকলে একসঙ্গে মিলিতভাবে একাধিক অস্ত্রোপচার করবেন।

এজন্য হাসপাতালের নিয়মিত অপারেশন থিয়েটারের পাশাপাশি অস্থায়ী অপারেশন থিয়েটারও তৈরি করা হয়। এরপর গত পাঁচ দিন ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে অস্ত্রোপচার। চিকিৎসকদের লক্ষ ছিল পাঁচ দিনে ২০০টি অস্ত্রোপচার করা, যার মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে ১৮৫টি।

এই ম্যারাথন অস্ত্রোপচারে অংশ নিয়েছিলেন বিভিন্ন বয়সের রোগীরা। মাত্র ১৪ বছর বয়সি এক কিশোর থেকে শুরু করে ৮০ বছর বয়সি বৃদ্ধ— সকলেরই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকারি হাসপাতালে এমন উদ্যোগ দেখে খুশি রোগী ও তাঁদের পরিজনেরা। তাঁদের মতে, সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যাঁরা সন্দেহ প্রকাশ করেন, তাঁদের উচিত এসএসকেএম-এ এসে দেখা, সরকারি পরিষেবা কতটা উন্নত হতে পারে।

Related Articles