কলকাতা

পঞ্জাবে বিক্ষোভ, বাতিল করা হল বেশ কিছু দূরপাল্লার ট্রেন

Rail roko movement Train canceled

The Truth of Bengal: রেল লাইনের এবং সিগন্যালিং ব্যবস্থার মেরামতির জন্য আগেই কিছু ট্রেন বাতিল করেছিল রেল। এবার পঞ্জাবে বিক্ষোভের জন্য বেশ কিছু কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করল রেলকর্তৃপক্ষ। পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুট বলদানো  হয়েছে।

পঞ্জাবে ফের একবার কৃষক আন্দোলন জোরালো হতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে কৃষকেরা শুরু করেছে রেল রোকো আন্দোলন। এবার গোটা দেশের রেল পরিষেবায় তারই প্রভাব পড়ছে। প্রশাসনিক সূত্রের খবর, কৃষকদের আন্দোলনের জেরে বন্ধ হয়ে গিয়েছে ফিরোজপুর এবং অম্বালা ডিভিশনের লাইন। ফলত ওই সমস্ত রুটের ট্রেনই কার্যত বন্ধ হয়ে গিয়েছে। রেল সূত্রের খবর, পঞ্জাবে রেল রোকোর জন্য, কলকাতা স্টেশন থেকে বাতিল করা হয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেস ১৩১৫১।

শিয়ালদহ থেকে বাতিল হয়েছে অমৃতসর এক্সপ্রেস ১২৩৭৯ এবং হাওড়া স্টেশন থেকে অমৃতসর এক্সপ্রেস ১৩০০৫। পাশাপাশি, হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসও ১২১৩১১ বাতিল করে দেওয়া হয়েছে। রেল রোকো আন্দোলনের কারণে জাখাল জংশন, ধুরি জংশন, লুধিয়ানা জংশন, রাজপুরা জংশন, ভাটিন্ডা জংশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। অমৃতসর জংশন থেকেও কোনও ট্রেন ছাড়ছে না। ফলত বিপাকে পড়েছেন বহু যাত্রী।

প্রশাসনিক সূত্রের খবর, অমৃতসরে রেল রোকো আন্দোলনে যোগ দিয়েছে ১৯টি কৃষক সংগঠন। তারাই দিল্লি থেকে পঞ্জাবের রেলের যোগাযোগ বন্ধ করতেই এই আন্দোলন শুরু করেছে। এর ফলে, মোত ৯১টি ট্রেনের পরিষেবায় প্রভাব পড়েছে। সম্প্রতি উত্তরভারতসহ পঞ্জাবে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু কৃষক।  আর্থিক প্যাকেজের দাবিতে আন্দোলন শুরু করে কৃষক সংগঠনগুলি। রেল রোকো করে সেই আন্দোলনের মাত্রা বাড়ালো। এছাড়া এমএসপি ও ঋণ মকুবেরও দাবি জানানো হয়েছে।

Free Access 

Related Articles