পাসপোর্ট ভেরিফিকেশন এবার আরও কড়া, কী জানালেন কলকাতার নগরপাল?
Passport verification is stricter now, what did kolkata cp say

Truth Of Bengal: জাল পাসপোর্টকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। জঙ্গি উপদ্রবও বেড়েছে বাংলায়। এই আবহে পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় পুলিশি ভূমিকায় বদল আনছে কলকাতা পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলন করে সে কথা জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
সিপি জানান, আরও কড়া হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের পদ্ধতি। এই নতুন প্রক্রিয়া নিয়ে প্রত্যেকটি থানায় নির্দেশিকা পাঠানো হয়েছে। পাসপোর্ট দেওয়ার আগে থানার ওসিদের নোডাল অফিসারদের সঙ্গে কথা বলতে হবে। যিনি পাসপোর্টের জন্য আবেদন করছেন, তাঁর নথিপত্র খুঁটিয়ে দেখতে হবে।পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় পুলিশি ভূমিকায় বদল আনছে কলকাতা পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলন করে সে কথা জানান কলতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় পুলিশি ভূমিকায় বদল আনছে কলকাতা পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলন করে সে কথা জানান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। pic.twitter.com/SxvTC6aoRL
— TOB DIGITAL (@DigitalTob) December 29, 2024
উল্লেখ্য, পাসপোর্ট যাচাই নিয়ে সম্প্রতি আদালতের প্রশ্নের মুখে পড়তে হয় কলকাতা পুলিশকে। এরপরেই নড়চড়ে বসে প্রশাসন। নিয়ম রয়েছে, পাসপোর্ট ভেরিফিকেশনের সময় সরেজমিনে তথ্য যাচাই করতে হয় পুলিশকে। তবে অভিযোগ, কিছু পুলিশের ঢিলেঢালা মনোভাবের কারণে ভুয়ো নথি দিয়েও পাসপোর্ট পেয়ে যাচ্ছে অনেকে।
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ভেরিফিকেশনের সময় পুলিশ কী ভূমিকা পালন করছে, তা নথিবদ্ধ করতে হবে। পাসপোর্ট আবেদনকারীর ঠিকানা যাচাই করে দেখতে হবে এসিপি, ডিসিপিদের। শুধু ঠিকানা যাচাই নয়, পাসপোর্ট ভেরিফিকেশনের গোটা প্রক্রিয়াটিই খুঁটিয়ে করতে হবে তাঁদের।