অবশেষে জেল মুক্তি পার্থর! হাসপাতাল থেকে বেরোতেই অনুগামীদের উচ্ছ্বাস, দেখুন ভিডিয়ো
হাসপাতাল থেকে মঙ্গলবার তিনি নাকতলার বাড়িতে যাবেন। সেই মুহুর্তের ভিডিয়োও সমাজ মাধ্যমে ছেয়ে গিয়েছে।
Truth Of Bengal: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনের শর্ত সোমবার পূর্ণ হয়েছে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আদালতের নির্দেশের ভিত্তিতে চিকিৎসকদেরও অনুমতি মিলেছে। তাই অবশেষে বন্দি দশা থেকে মুক্ত হলেন পার্থ। হাসপাতাল থেকে মঙ্গলবার তিনি নাকতলার বাড়িতে ফিরছেন। তাঁ হাসপাতাল থেকে বেরোনোর ভিডিয়োও সমাজ মাধ্যমে ছেয়ে গিয়েছে।
View this post on Instagram
ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের বাইরে তাঁর অনুগামীদের ভিড় লক্ষ্যনীয়। চিৎকার করে তাঁর অনুগামীরা বলছেন, আবার তাঁকে দেখতে চান। অনেকেই তাঁর নামের পোস্টার নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সেই পোস্টারে লেখা, ‘বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়কেই চাই।’
২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে ইডি। পরে দু’জনকেই গ্রেফতার করা হয়। একই মামলায় সিবিআইও তদন্ত শুরু করে এবং পার্থ চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। দীর্ঘ তিন বছর প্রেসিডেন্সি জেলে ছিলেন তিনি।
ধারাবাহিকভাবে ইডি ও সিবিআইয়ের তিনটি মামলাতেই জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। তবে মুক্তির শর্ত হিসেবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, এসএসসির বিভিন্ন গ্রুপে নিয়োগ সংক্রান্ত তিনটি মামলায় সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে। নির্ধারিত আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সোমবার শেষ হয়েছে। এরপর আদালত রিলিজ অর্ডার পাঠায় জেল ও হাসপাতালে। তাই প্রায় সাড়ে তিন বছর পর মুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী।






