সুপ্রিমকোর্টে ইডি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, কবে জেলমুক্তি?
Partha Chatterjee granted bail in ED case in Supreme Court, when will he be released from jail?

Truth Of Bengal: রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিমকোর্টে জামিন পেলেন। ইডি-র দায়ের করা মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি সূর্যকান্ত নির্দেশ দেন, ১ফেব্রুয়ারির মধ্যে তাঁকে জামিন দেওয়ার নির্দেশ দেন। ট্রায়াল কোর্টে সম্পূর্ণভাবে সহযোগিতা করার নির্দেশ ও দিয়েছে শীর্ষ আদালত।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার শুনানি প্রক্রিয়া শেষ হয় ৪ ডিসেম্বর। রায় ঘোষণা স্থগিত রাখা হয়। শুক্রবার সর্বোচ্চ আদালত পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-র মামলায় জামিন দিলেও তাঁর জেলমুক্তির সম্ভাবনা আপাতত নেই বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও সিবিআইয়ের দায়ের করা মামলা নিম্ন আদালতে বিচারাধীন। সেই মামলায় এখনও জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। শীর্ষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রহোতগি আর্জি জানান, অন্যান্য অভিযুক্তরা আগেই জামিন পেয়েছেন। যার মধ্যে অন্যতম হলেন অর্পিতা মুখোপাধ্যায়। তাই সবদিক বিচার করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন করেন। সেইমতো সর্বোচ্চ আদালত তাঁকে জামিন দিয়েছেন। তবে তদন্ত প্রক্রিয়ায় সবরকম সহযোগিতা করার নির্দেশও দিয়েছে সুপ্রিমকোর্ট।