কলকাতাশিক্ষা

অনলাইনে এবার নয়া ফাঁদ, CBSE নকল প্রশ্নের টোপ দিয়ে চলছে টাকা লুটের নতুন কৌশল

CBSE Question Paper

The Truth of Bengal: প্রথমে ছিল ব্যাঙ্ক কেওয়াইসির নামে, তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিদ্যুতের সংযোগসহ একাধিক কৌশলে অনলাইনে টাকা হাতাতো দুষ্কৃতীরা। এবার নতুন কৌশল নিয়েছে প্রশ্নপত্র বিলির নামে। পুলিশ সূত্রের খবর, অনলাইনে এনেকেই সার্চ করেন বিভিন্ন পরীক্ষা প্রশ্নপত্র। সেটি পেতে ওই ওয়েবসাইট বা অ্যাপের তরফে একটি মেসেজ পাঠানো হয়। মেসেজের সঙ্গে পাঠোন হয় একটি লিঙ্ক। আর এই লিঙ্কগুলিতেই থাকে একটি এনি ডেস্ক জাতীয় অ্যাপ। যা ডাউনলোড হওয়ার পরেই, তা মোবাইলে বা কম্পিউটারে সক্রিয় হয়।

ফলে, দুষ্কৃতীরা তাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে দখল জমাচ্ছে অন্য মোবাইল ও কম্পিউটারে। সেই থেকেই ব্যাঙ্ক ডিটেল নিয়ে আর্থিক প্রতারণা করছে। গত দু’দিন ধরে পুলিশের কাছে এমন কয়েকটি অভিযোগ জমা পড়েছে। পুলিশের তরফে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, যেকোনও ওয়েবসাইটে প্রশ্নপত্র ডাউনলোড করার আগে দেখে নিতে হবে, তারা কোনও অ্যাপ জাতীয় কিছু ডাউনলোড করতে বলছে কিনা।

সেটি বলা হলেই বুঝতে হবে, ফেক ওয়েবসাইট। আর সুরক্ষিত থাকা যায়, কেবলমাত্র CBSE-র অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করার ক্ষেত্রেই।  পাশাপাশি এই ধরনের কোনও বোর্ড কিংবা সংস্থার তরফে মেসেজ এলে, তা ক্লিক না করে কেবল অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তথ্য সংগ্রহ করার পরামর্শ দিচ্ছেন গোয়েন্দারা। তদন্তকারীরা দাবি, আগেও এই ধরনের একাধিক প্রতারণা জাল বিছিয়ে ছিল দুষ্কৃতীরা। মোবাইলে জরুরি তথ্যের ভিত্তিতে একটি লিঙ্ক পাঠানো হত। সেই লিঙ্কেই থাকতো বিপদ ঘণ্টা। প্রতি নিয়ত মানুষ সচেতন হচ্ছেন, তাই নিত্য নতুন কৌশল নিচ্ছে অনলাইনের প্রতারকরা।

Related Articles