
Truth Of Bengal: জয় চক্রবর্তী: বিগত কয়েকদিন লাগাতার চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে নবান্নের তরফ থেকে। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর ও খাদ্য দপ্তর কে চালের দাম নিয়ে নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। পাশাপাশি এনফোর্সমেন্ট ব্রাঞ্চকেও সক্রিয় থাকতে বলা হয়েছে। টাস্ক ফোর্স কে সারপ্রাইজ ভিজিট করতে বলা হয়েছে বিভিন্ন বাজারে। লাগাতার চালের দাম বৃদ্ধি পেলে সাধারণ মানুষের অসুবিধে। বিষয়টি নিয়ে নবান্ন পাইকারি বাজারগুলিতে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।