চুক্তিভিত্তিক ড্রাইভারদের বেতন কাঠামো নির্ধারন করল নবান্ন
Nabanna sets salary structure for contract drivers

Truth Of Bengal: চুক্তিভিত্তিক ড্রাইভারদের বেতন কাঠামো করল নবান্ন। সরকারি দফতর অথবা সরকার পোষিত বা পুরসভা শিক্ষা বোর্ডের মত স্বাস্থিত সংস্থা যেখানে চুক্তির ভিত্তিতে সরকারি গাড়ি যারা চালান তাদের নতুন বেতন কাঠামো তৈরি করে রাজভবনে পাঠিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের প্রস্তাবিত বেতন কাঠামোতে সবুজ সংকেত দিয়েছে রাজভবন। নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রাথমিক ভিত্তিতে প্রতিটি ড্রাইভার এর পারিশ্রমিক হবে ১৬ হাজার টাকা। এরপর সময়ানুক্রমে যত অভিজ্ঞতা বাড়বে সেই অনুযায়ী তাদের বেতন কাঠামো বৃদ্ধি হবে।
চুক্তিভিত্তিক ড্রাইভারদের বেতন কাঠামো নির্ধারন করল নবান্ন pic.twitter.com/rmEmkwBjjd
— TOB DIGITAL (@DigitalTob) March 3, 2025
রাজ্য সরকার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই চুক্তিভিত্তিক ড্রাইভারদের যে নয়া বেতন কাঠামো তৈরি করা হয়েছে তা এরকম-
- সদ্য নিযুক্ত ড্রাইভারদের ক্ষেত্রে বেতন ১৬ হাজার টাকা
- পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের ক্ষেত্রে বেতন হবে 20 হাজার টাকা
- দশ বছর অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের ক্ষেত্রে বেতন হবে ২৫ হাজার টাকা
- ১৫ বছর অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের ক্ষেত্রে বেতন হবে ৩১ হাজার টাকা
- 20 বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের বেতন হবে ৩৮ হাজার টাকা
গত পয়লা জানুয়ারি ২০২৫ থেকে এই নয়া বেতন কাঠামো চুক্তিভিত্তিক সরকারি ড্রাইভারদের ক্ষেত্রে লাগু হবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।