প্রতীকী মেরুদন্ড নিয়ে কলকাতা পুরসভায় বিক্ষোভ পৌর ইঞ্জিনিয়ারদের
Municipal engineers protest against Firhad Hakim with symbolic backbone

Truth Of Bengal : আরজি করের কাদম্বিনী বিচার চেয়ে ও মেয়রের কলকাতা পৌর সংস্থার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য জেরে এবার মেয়র ফিরহাদ হাকিমের শিরদাঁড়া নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন কলকাতা পৌর সংস্থার ইঞ্জিনিয়াররা। গত ৩১ আগস্ট ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করেন মেয়র ফিরহাদ হাকিম।
প্রতীকী মেরুদন্ড নিয়ে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিক্ষোভ পৌর ইঞ্জিনিয়ারদের pic.twitter.com/qBKyF732sg
— TOB DIGITAL (@DigitalTob) September 11, 2024
তার পরেই ক্ষোভে ফেটে পড়েন পৌর ইঞ্জিনিয়াররা। তাই প্রতীকী শিরদাঁড়া নিয়ে মেয়রের বিরুদ্ধে ক্ষোভে উগরে দেন তারা। তাদের অভিযোগ আগে প্রশাসন নিজেদের মেরুদন্ড সোজা করুক তার পরে তারা ইঞ্জিনিয়ার্সদের বিরুদ্ধে কথা বলবেন। কে এম সি ইঞ্জিনার্স আন্ড অ্যালাইড সার্ভিসেসের সভাপতি মানস সিনহা অভিযোগ করেন যে টক টু মেয়র অনুষ্ঠানে মেয়র সাধারণ মানুষের সামনে সামাজিক মাধ্যমে ইঞ্জিনিয়ার দের অপমান করেছেন। শুধু তাই নয় তিনি আমাদের সম্মানহানি করেছেন বলে অভিযোগ তার।
মানস সিনহা আরো অভিযোগ জানিয়ে বলেন, গার্ডেনরিচ এলাকায় কোন সিন্ডিকেট চলেছে যে বিগত ১৪ বছরে একটা বাড়ির সিসি করা হয়নি বলে প্রশ্ন পৌর ইঞ্জিনিয়ারদের সংগঠনের। এদিন তারা হাতে মেয়রের শিরদাঁড়া সোজা করার দাবিকে কেন্দ্র করে প্রতীকী মেরুদন্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন। বুধবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সমস্ত বিভাগে ঘুরে ঘুরে বিক্ষোভ দেখান। মিছিল শেষে আবার কলকাতা পৌর সংস্থা বিল্ডিং বিভাগে অবস্থান করেন ইঞ্জিনিয়াররা। তারা এদিন আর জি করের ঘটনায় কাদম্বিনী বিচারের দাবিতে ব্ল্যাক ব্যাচ পড়ে বিক্ষোভ মিছিলে সামিল হন কলকাতা পৌর সংস্থার বামপন্থী ইঞ্জিনিয়ার দের সংগঠন কেএমসি ইঞ্জিনিয়ার আন্ড অ্যালাইড সার্ভিসেসের সদস্যরা।