কলকাতা

গার্ডেনরিচ বিপর্যয় নিয়ে পুর-কমিটি, ৭দিনের মধ্যে রিপোর্ট তলব পুরসভার

Municipal committee on Gardenrich disaster, calls for report within 7 days

The Truth Of Bengal: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের তদন্তে এবার কমিটি গড়ল কলকাতা পুরসভা। গড়া হয়েছে  উচ্চ পর্যায়ের কমিটি। কমিটিতে রয়েছেন পুর আধিকারিক থেকে পুলিসের উচ্চপদস্থ কর্তারা। ৭দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১জনের। ৯দিন আগে গিঞ্জি এলাকায় ভেঙে পড়ে বহুতল। যার জেরে প্রাণ যায় অনেক জনের। বেশ কয়েকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। মুখ্যমন্ত্রী থেকে মেয়র প্রত্যেকেই বেআইনি নির্মাণ বন্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দেন। গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রোমোটারকেও। এখন কমিটির রিপোর্ট খতিয়ে দেখে বহুতল নিয়ে বড়সড় ব্যবস্থা নিতে পারে কলকাতা পুরসভা। সেইমতো কমিটি অনুসন্ধান চালিয়ে রিপোর্ট জমা দিতে তত্পরতা শুরু করতে চায়।

Related Articles