সপ্তাহান্তে ঊর্ধ্বমুখী হবে পারদ , উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
Mercury to rise over weekend, rain forecast in several northern districts

Truth Of Bengal : আবহাওয়ার লুকোচুরি খেলা যেন থামছেই না, কখনও হালকা শীতের আমেজ আবার কখনও এক লাফে বেড়ে যাচ্ছে পারদ, আবার কখনও ঝেঁপে আসছে বৃষ্টি। রোজই আবহাওয়ার ভোল বদলাতে আছে। চলছে ফাল্গুন মাস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মার্চের প্রথম দিক থেকেই বাড়বে তাপমাত্রা। গত সপ্তাহে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকলেও চলতি সপ্তাহের মধ্যেই তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের একাধিক জেলায় কোথাও ভারী বৃষ্টিপাত আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ২ দিন। অর্থাৎ ২৭ এবং ২৮ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং সহ বেশ কিছু অঞ্চলে হবে বৃষ্টিপাত, যে কারণে দার্জিলিং এ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফের একবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ অন্যান্য পার্বত্য এলাকাতেও ভোর বেলার দিকে কুয়াশার দাপট দেখা যাবে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে, এই কয়েকদিন শহর কলকাতার তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। শহর সহ দক্ষিণের একাধিক জায়গায় ভোরের দিকে হালকা কুয়াশার আমেজ দেখা দিলেও বেলা গড়ার সাথে সাথে পারদ ঊর্ধ্বমুখী হবে।