কলকাতা

‘ভয় না পেয়ে নির্ভয়ে তদন্ত করুন’, বৈঠক শেষে বার্তা রাহুল নবীনের

High profile meeting at the ED office at the CGO complex in Salt Lake

The Truth of Bengal: রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল। গ্রামবাসীর হাতে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র আধিকারিকরা। যার বিরুদ্ধে অভিযোগ সেই শেখ শাহজাহান এখনও ফেরার। তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না এখনও। অন্যদিকে, এখনও হাসপাতালে ভর্তি আছেন জখম ইডি আধিকারিকরা। এমন পরিস্থিতিতে সোমবার মাঝরাতে কলকাতা আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন।

তাঁর উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাই প্রোফাইল বৈঠক হয়। বৈঠকে ছিলেন স্পেশ্যাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, অ্যাডিশনাল ডিরেক্টর বিনোদ শর্মা, রেশন দুর্নীতির তদন্তকারী আধিকারিকরা, সিআইএসএফ-এর আইজি, সিআরপিএফ-এর আইজি বীরেন্দ্র কুমার শর্মা, প্রিন্সিপাল ডিরেক্টর, আয়কর দফতর পঙ্কজ কুমার। জানা গিয়েছে, শেখ শাহজাহানকে কী ভাবে ধরা যাবে মূলত এটাই ছিল আলোচনার বিষয়।

ওয়াকিবহাল মনে করছে ইডি অফিসারদের মনোবল বাড়াতে কলকাতায় এসেছেন ডিরেক্টর রাহুল নবীন। সন্দেশখালির ঘটনায় যে ভাবে ইডি অফিসাররা আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন তাতে এজেন্সির মধ্যে একটা উৎকন্ঠা তৈরি হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও কেন ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। সব মিলিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীনের উপস্থিতিতে এদিনের এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles