কলকাতা

টেলি-ধারাবাহিক দেখে অনুপ্রাণিত হয়ে আক্রোশে বন্ধুকে খুন

Man kills friend in anger after watching TV series

Truth Of Bengal: টেলিভিশনের ধারাবাহিক অপরাধ প্রবণতা বাড়াচ্ছে। রিষড়ার যুবক খুনের ঘটনায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এল। কাজ হারিয়ে বন্ধুর ওপর রাগ হয় সুজল সাউয়ের। তারপর বছর ২২-এর অভিষেক পাসোয়ানকে ছুরি দিয়ে খুন করার অভিযোগ উঠেছে সুজল সাউয়ের বিরুদ্ধে। শিশুমনে ক্রাইম পেট্রল-এর মতো ধারাবাহিকের কুপ্রভাব নিয়ে উদ্বিগ্ন মনোবিদরা।

কথায় বলে, উত্সবে বসনে চৈব,দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে যে পাশে থাকে সেই বন্ধু। আপদে-বিপদে পাশে  থাকার আশা করেই বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা হয়। বর্তমান সমাজে কী সেই বন্ধুত্বের বিশ্বাস,সম্পর্কে কোনও কালো ছায়া পড়ছে ? সমাজজীবনে এই প্রশ্ন যখন বড় করে উঠছে,তখনই ভয়ঙ্কর ঘটনা চোখ খুলে দিল আপনার-আমার।প্রশ্ন উঠছে, কোথাও কী সম্পর্কের বাধন আলগা হয়ে পড়েছে?

রিষড়ার সুগলিগলির খুন এই সমস্ত প্রশ্নকে সামনে এনে দিয়েছে। ১৪ ই জানুয়ারি ভর সন্ধ্যায় রিষড়া সুগলিগলিতে খুন হয় কলেজ পড়ুয়া অভিষেক পাশোয়ান। সেদিন রাতেই অভিষেকের দিদি রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ খুনের নির্দিষ্ট ধারায় মামলা রজু করে তদন্ত শুরু করে। ১১ তারিখ  রিষড়া পি এল মুখার্জি রোড থেকে সুজল সাউ নামে এক যুবককে গ্রেফতার করে রিষড়া থানার পুলিশ।এখন অভিযুক্ত হেফাজতে রয়েছে।

কী বলছেন মনোবিদরা? কেন এই অপরাধের ঝোঁক?

আসলে মানুষ না পাওয়ার হতাশা থেকে আগ্রাসী হয়ে উঠছে।খুন-রক্ত-নৃশংস কাজে প্রবৃত্ত হয়ে উঠছে বলে মনোবিদরা বিশ্লেষণ করে বলছেন।তাই লালন-পালনে  মূল্যবোধের পাঠ দেওয়া যে জরুরি তাও মনে করেন মনোবিদরা। বাবা-মায়েদের আদর্শবানও নিষ্ঠাবান হওয়ার প্রস্তাবও রাখছেন তাঁরা।

ক্রাইম পেট্রল হোক বা অন্য ধারাবাহিক,যেখানে হিংসার ছায়া থাকে,সেইধরণের টেলি ধারাবাহিক দেখার বিষয়ে আমাদের সজাগ থাকার পরামর্শও দিচ্ছেন সমাজবিদরা। তরুণ মুখোপাধ্যায়ও রাকেশ চক্রবর্তীর রিপোর্ট।

Related Articles