কলকাতা

নিরর্জলা উপবাসে থেকে পুজোর তদারকি, মায়ের ভোগ রান্না মুখ্যমন্ত্রীর!

Mamata Benarjee

The Truth of Bengal: গোটা রাজ্য মেতে উঠেছে কালী পুজোর আলোর উৎসবে। সারা বাংলার সঙ্গে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও কালীপুজোর জোর প্রস্তুতি তে ব্যাস্ত মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতো এবারও পুজোর নিজের হাতেই আলপনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে পায়ের চোটের কারণে ভুগলেও কালীপুজোর নিরর্জলা উপবাসে কোনও বিরতি দেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এবছরও দিনভর উপোস করে পুজোর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী। এমনকী প্রতিবারের মতো এবারও নিজে হাতে রান্না মায়ের ভোগ।

কালীপুজোয় প্রতিবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের হাতেই বাড়ির পুজোর মায়ের ভোগ রান্না করতে দেখা যায়। প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রী বাড়ির কালীপুজোর মায়ের ভোগ রান্না করতে ব্যাস্ত রয়েছেন তিনি, খিচুড়ি, লাবড়া, এছাড়া আলু-বেগুনের মতো পাঁচ রকমের ভাজা আছে। আর থাকবে চাটনি পায়েস ও মিষ্টি। অতিথি আপ্যায়ন থেকে পুজোর আয়োজন সব একা হাতেই সারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর দেখা গেল পায়ে ব্যথার কারণে একটু উঁচু জায়গায় বসে পুজোর তদারকি করছেন তিনি। পুরোহিত মশাইয়ের হাতে হাতে পুজোর কাজ এগিয়ে দিতে দেখা যায় অভিষেক কন্যা আজানিয়াকেও।

প্রতিবছরের মত এবারেও দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধান বা কোনও দল নেত্রী নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন দেখা যায় গৃহকর্ত্রী হিসেবেই। রান্নাঘর থেকে ঠাকুর ঘর সবদিকে যার কড়া নজর। এমনকী বাড়িতে পুজো দেখতে ও নিমন্ত্রণ রক্ষা করতে আসা অতিথিদের প্রত্যেককে নিজে আপ্যায়ন করেন মুখ্যমন্ত্রী নিজের হাতেই। নজর রাখেন তাদের সুবিধা অসুবিধার দিকেও। সারা বছর প্রশাসিক ও দলীয় কাজেই 24×7 ব্যস্ত থাকেন তিনি। বাড়ির কালীপুজো উপলক্ষে আপনজন, পরিবারের মানুষেরা এদিন কাছে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই পরিবারের সকলের সঙ্গেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়।

Free Access

Related Articles