পুজোর মুখে ফের কমল গৃহস্থের রান্নার গ্যাসের দাম, দেখে নিন কত কমল
সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি অনুমোদন করা হয়েছিল

The Truth of Bengal: ফের স্বস্তি মিলল সাধারণ মধ্যবিত্তের হেঁশেলে। গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমল আরও একশো টাকা। সূত্রের খবর, বুধবার থেকে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এলপিজি সিলিন্ডারে ভর্তুকির পরিমাণ আরও একশো টাকা বাড়ানো হয়েছে। ফলে মোট ভর্তুকির পরিমাণ দাঁড়ানো পাঁচশো টাকা।
বুধবার মন্ত্রিসভার এক বৈঠকের পর, এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। উল্লেখ্য, চলতি বছরের অগস্টে গৃহস্থালীর কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি অনুমোদন করা হয়েছিল। তার আগে থেকেই উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি পেতেন। কাজেই, সব মিলিয়ে সিলিন্ডার প্রতি তাদের ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছিল ৪০০ টাকা। এদিনের সিদ্ধান্তের পর, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এলপিজি সিলিন্ডার প্রতি, মোট ৫০০ টাকা করে ভর্তুকি পাবেন।