এমআরপিরথেকে বেশি দামে বিক্রি হচ্ছে জীবনদায়ী ওষুধ! অভিযানে রাজ্য সরকারের
Life-saving medicines being sold at prices higher than MRP, state government launches campaign

Truth Of Bengal: জয় চক্রবর্তী: এমআরপির থেকে বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জীবনদায়ী ওষুধ। কলকাতায় চিহ্নিত করা হয়েছে ৬০টিরও বেশি দোকান। ক্যান্সার, হাঁপানি সহ বেশ কিছু রোগের ওষুধ এমআরপি থেকে বেশি দামে বিক্রি করার অভিযোগ। শুধু কলকাতায় নয় এর পাশাপাশি জেলাগুলির ক্ষেত্রেও চলবে অভিযান। ইতিমধ্যে এই বিষয়ে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। কারণ সেখান থেকেও এমন অভিযোগ এসেছে।
এমআরপি থেকে বেশি দামে কোন দ্রব্য বিক্রি করা আইনত নিষিদ্ধ। কিন্তু তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেশ কিছুদিন ধরে কলকাতার বেশ কয়েকটি ওষুধের দোকান ক্যান্সার সহ বিভিন্ন ওষুধ বেশি দামে বিক্রি করেছে। সেই সমস্ত দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সদ্য ১ এপ্রিল থেকে একাধিক জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেদিকেও চিন্তিত সাধারন মানুষ, এই মূল্য বৃদ্ধির সময়ে কোথায় যাবে সাধারন মানুষ? উঠছে প্রশ্ন।