কলকাতা

শহর জুড়ে শীতের আমেজ, পারদ উঠবে না নামবে? কী বলছে হাওয়া অফিস?

খন বাংলা জুড়ে পশ্চিমী হাওয়ার দৌলতে থাকবে শুষ্ক আবহাওয়া। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এখন শীতের আমেজ।

Truth Of Bengal: কলকাতার তাপমাত্রা ক্রমশ নামছে। রাতের দিকে কনকনে ঠান্ডা অনুভূত না হলেও ঘরের ফ্যান বন্ধ করেই ঘুমোতে হচ্ছে কলকাতাবাসীকে। ভোরের দিকেও শহর ও শহরতলিতে হালকা কুয়াশামাখা আবহাওয়া দেখা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ভোরে এবং রাতে বজায় থাকবে শীতের হিমেল পরশ। বেলা বাড়ার সঙ্গে বাড়বে গরমের অস্বস্তি। ঘামের হাত থেকে এখনই রেহাই মিলবে না বলেই জানা গিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, অন্তত পরবর্তী পাঁচ দিন কলকাতায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রির নীচেই ঘোরাফেরা করতে পারে। অর্থাৎ, শনিবার পর্যন্ত বজায় থাকতে পারে ঠান্ডার আমেজ। হাওয়া অফিস আরও জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এখন বাংলা জুড়ে পশ্চিমী হাওয়ার দৌলতে থাকবে শুষ্ক আবহাওয়া। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এখন শীতের আমেজ।

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা প্রবল। তবে বেলা বাড়লে উধাও হবে ঠান্ডার আমেজ। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে বেশি।উত্তরবঙ্গের বেশির ভাগ জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই বজায় থাকবে কুয়াশা।

Related Articles