কলকাতা

ফের পার্ক সার্কাস ময়দানে সার্কাস! কেন এই অনুমতি? উত্তর চেয়ে আদালতে মামলা

শেষবার এই ময়দানে সার্কাস হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বরে।

Truth Of Bengal: এক দশকেরও বেশি সময় পর পার্ক সার্কাস ময়দানে সার্কাস আয়োজনের অনুমতি দিয়েছে কলকাতা পুরনিগম। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। শেষবার এই ময়দানে সার্কাস হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বরে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাকারীর দাবি, অতীতে দূষণের কারণে হাইকোর্ট পার্ক সার্কাস ময়দানে বইমেলা আয়োজনের অনুমতি দেয়নি। সেই নির্দেশ জানা সত্ত্বেও কেন প্রায় দু’মাস ধরে সার্কাসের অনুমতি দিল পুরনিগম? আদালত মামলাকারীকে বিস্তারিত বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে বুধবার।
১ ডিসেম্বর থেকে ময়দানের এক অংশে সার্কাস চালানোর অনুমতি দেওয়া হয়েছে, যা চলবে প্রায় দু’মাস। মামলাকারীর অভিযোগ, হাইকোর্টের পুরনো নির্দেশ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম না মেনে এই অনুমতি দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। শুনানিতে পুরনিগম জানিয়েছে, তারা অনুমতি দিয়েছে। এরপর আদালত মামলাকারীর আইনজীবীকে হলফনামায় তাঁর দাবি বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছে।
কয়েক বছর আগে দূষণের কারণে কলকাতা ময়দান থেকে বইমেলা সরিয়ে নেওয়া হয়। পরে তা পার্ক সার্কাসে স্থানান্তরিত হয়, কিন্তু সেখানেও পরিবেশ দূষণের আশঙ্কায় মামলা হয়। ২০০৮ সালে হাইকোর্ট মেলা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই পুরনো নির্দেশকে ভিত্তি করে এবার সার্কাসের অনুমতি নিয়েও প্রশ্ন উঠেছে।
গত দু’দশক ধরে কলকাতায় বিভিন্ন মেলা ও উৎসবের স্থান নিয়ে বিতর্ক চলছে। এর ফলে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা একাধিকবার স্থান পরিবর্তন করেছে, প্রথমে কলকাতা ময়দান থেকে পার্ক সার্কাস, পরে সল্টলেক স্টেডিয়াম, বাইপাসের মিলন মেলা, এবং বর্তমানে সল্টলেকের সেন্ট্রাল পার্কে।
কলকাতার সঙ্গে সার্কাসের যোগাযোগ দীর্ঘকালের। দেশে প্রথম সার্কাসের যাত্রা শুরু হয়েছে এই শহরে। একসময় রাশিয়ানসহ বিভিন্ন দেশের সার্কাস কলকাতায় জনপ্রিয়তা পেয়েছে। সময়ের সঙ্গে দর্শকের সংখ্যা কিছুটা কমলেও, সার্কাসের প্রতি আগ্রহ অটুট। এবার সেই অনুমতি নিয়ে পুরনিগমের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে।

Related Articles