ড্রেনের জল পরিশ্রুত করে ব্যবহার করার উদ্যোগ কলকাতা পুরসভার
Kolkata Municipality takes initiative to purify and reuse drain water

Truth Of Bengal: কলকাতা: ড্রেনেজ ওয়াটারকে পরিশ্রুত করে ফের ব্যবহারযোগ্য করতে উদ্যোগী ভূমিকা নিয়েছে কলকাতা পুরসভা। শহর কলকাতার ড্রেনেজ ওয়াটারকে ক্যানেলগুলিতে ফেলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন বাড়ি, নর্দমার কালো পচা জল ক্যানেল গুলির মাধ্যমে প্রবাহিত হয়ে এসে গঙ্গার জলে মিশে যাচ্ছে। এর ফলে গঙ্গার দূষণ-এর মাত্রা দিন দিন বেড়েই চলেছে। পরিস্থিতির মোকাবিলায় এগিয়ে এসেছে আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা।
দেশের মধ্যে এই প্রথম ড্রেনেজ ওয়াটারকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে একাধিক স্তরে ট্রিটমেন্ট করার পর সেই জল বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য করে তোলা হবে। গাড়ি ধোয়া, গাছে জল দেওয়ার থেকে শুরু করে একাধিক কাজে ব্যবহার করা যাবে এই জল। এর ফলে শহর কলকাতা জুড়ে পানীয় জলের ক্রাইসিস যেমন অনেকটা দূর করা সম্ভব হবে অন্যদিকে গঙ্গার দূষণ কমানোর ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে এই প্রজেক্ট। জানালেন আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞ প্রফেসর শীর্ষেন্দু দে। এই প্রজেক্টটি সফল হলে ড্রেনেজ ওয়াটার বা দূষিত জলকে পুনর্ব্যবহারযোগ্য গড়ে তোলার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে কলকাতা পুরসভা।
এর জন্য এই প্রজেক্টের পেটেন্ট নিতে চায় কলকাতা পুরসভা। আগামী দিনে রাজ্যের বিভিন্ন পুরসভার পাশাপাশি দেশের যে সমস্ত পুরসভা এই ধরনের ড্রেনের ওয়াটারকে পুনর্বব্যবহারযোগ্য করে তোলার প্রজেক্ট করতে চাইবে তাকে কলকাতা পুরসভার সঙ্গে যোগাযোগ করে তাদের অনুমতি সাপেক্ষে জয়েন্ট ভেঞ্চারে এই প্রজেক্টটি করতে হবে। তাতে আর্থিক লাভের মুখ দেখবে কলকাতা পুরসভা। জানালেন কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং।