
The Truth of Bengal: বিধাননগর পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ অবিলম্বে ভাঙতে হবে। এমনকী নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই নির্দেশ মানা সম্ভব হয়নি। কারণ, স্থানীয় বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় পুরকর্মীদের। বিষয়টি আদালতের নজরে আসার পরেই, ১৬টি পরিবারকে আদালতে ডেকে পাঠানো হয়েছে।
আদালত সূত্রের খবর, সোমবার সকালে বেআইনি নির্মাণ ভাঙতে যান পুরকর্মীরা। সেই সময়ই স্থানীয় বাসিন্দারা বিরোধ শুরু করেন। বিষয়টি আদালতের নজরে আসার পরেই, স্থানীয় কাউন্সিলর চামেলি নস্করকে বিকাল সাড়ে পাঁচটার মধ্যে এজলাসে হাজির হওয়ার নির্দেশ দেন ক্ষুব্ধ বিচারপতি। আদালতে কাউন্সিলর জানিয়েছেন, এক বছর হয়েছে তিনি ওখানকার কাউন্সিলর তাই এলাকায় কোনটা আইনি ও কোনটি বেআইনি নির্মাণ, তা পুরোপুরি জানা সম্ভব হয়নি। এই কথা শোনার পরেই বিচারপতি মন্তব্য করেন, ‘‘কাউন্সিলর হয়ে না জানলে আপনি পদে থাকবেন না। ইস্তফা দিয়ে দিন।’’
পাশাপাশি বিচারপতি প্রশ্ন তোলেন, ‘‘পুলিশ কী করছে? পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নির্দেশ দেব।’’ কাউন্সিলরের আইনজীবী জানান, যে বাড়িটি বেআইনি বলে অভিযোগ উঠেছে ওই বাড়ি ১৬টি পরিবার বাধা দিচ্ছে। মহিলা সদস্যরা প্রবেশ পথে শুয়ে পড়েছেন। এরপরেই বিচারপতি নির্দেশ দেন, মঙ্গলবার সকালে ১৬টি পরিবারকে আদালতে হাজির হতে হবে। তারা আইনজীবী নিয়োগ করে তাদের পক্ষের বক্তব্য জানাতে পারবেন।