Kolkata Christmas Festival: মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের
শুরু হবে উৎসব, যা চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।
Truth of Bengal: প্রতিবছরের মত বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হবে উৎসব, যা চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। টানা ১৪ দিন ধরে চলা এই ফেস্টিভ্যাল শেষ হবে নতুন বছরের প্রথম রবিবারে। এবছরও গান, নাচ-সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবকে আরও রঙিন করে তোলা হবে। গোটা পার্ক স্ট্রিট চত্বর ইতিমধ্যেই সাজানো হয়েছে বিশেষ আলোকসজ্জায়।
পাশাপাশি, দর্শনার্থীদের জন্য থাকবে নানা ধরনের খাবারের স্টল। প্রতি বছরের মতো এবারও হাজারে হাজারে মানুষের ভিড় হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ২৫ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর রাতে পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড় হবে। দেশ-বিদেশের পর্যটকরাও এই সময় কলকাতার ক্রিসমাস উদ্যাপন দেখতে আসবেন। সেই কারণে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ভিড় সামলাতে বিশেষ পরিকল্পনা করছে কলকাতা পুলিশ। ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্যের বিজনেস কনক্লেভ রয়েছে। সেই অনুষ্ঠান সেরে সরাসরি পার্ক স্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভ্যালে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।






