কলকাতা

বেহাল রাস্তার হাল ফেরাতে চার কোটি টাকা অনুমোদন কলকাতা পুরসভার

Calcutta Municipality Approves Restoration of Dilapidated Roads

The Truth OF Bengal: পুজোর পরেই মধ্য কলকাতার দুটি গুরুত্বপূর্ণ রাস্তাকে মেরামতির পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভার। সূত্রের খবর, দুটি গুরুত্বপূর্ণ রাস্তার জন্য চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।মধ্য কলকাতার বড়বাজার জোড়াসাঁকো এলাকার কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট এবং উত্তর কলকাতা থেকে কাশীপুর পর্যন্ত বিস্তৃত রাস্তা দীর্ঘ কয়েক মাস ধরেই বেহাল।

স্থানীয় বাসিন্দাদের তরফে বহু দিন ধরেই দাবি উঠছিল, ব্যস্ত এই রাস্তাগুলিকে দ্রুত মেরামতি করা হোক। পুরসভা সূত্রের খবর, কাশীপুর রোড থেকে চিৎপুর ব্রিজের দক্ষিণে ঝিল রোড মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তার মেতামতি করা হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাস খানেক আগেই এই রাস্তাগুলির নিকাশি ব্যবস্থার কাজ হয়েছে, একধারের কাজ সারা হলেও, রাস্তা অন্যদিকগুলি বেহাল হয়ে গিয়েছে।

পুরসভার আধিকারিকদের দাবি, তাঁদের নজরে বিষয়টি এসেছে, রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। তারপর মেরামতির কাজ শুরু করা যায়নি, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে, সেখানে  কাজ করা প্রায় অসম্ভব। তাই পরিকল্পনা নেওয়া হয়েছে, পুজোর পরেই রাস্তা মেরামতির কাজ শুরু করা হবে। যদিও রাস্তার বিপজ্জনক জায়গাগুলিকে চিহ্নিত করা হয়েছে, সেগুলি পুজোর আগেই প্যাচ ওয়ার্ক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।