কলকাতা
রেহাই নেই সুজয় কৃষ্ণ ভদ্র-র, কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, নির্দেশ কোর্টের
'Kalighater Kaku' has no escape, must provide voice sample, court orders

Truth Of Bengal: শুক্রবার সিবিআই-এর বিশেষ আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করার জন্য আবেদন জানানো হয়েছিল। এবার সেই আবেদন মঞ্জুর করল সিবিআই বিশেষ আদালত। চলতি মাসের ২১ তারিখে এই মামলার পরবর্তী শুনানি। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়া কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে বাইপাসের ধারে অ্যাপল হাসপাতালে ভর্তি ‘কাকু’।