কলকাতা

পঞ্চম দফা নির্বাচনের মাঝে কালবৈশাখীর পূর্বাভাস

Kalbaisakhi forecast for polling day

The Truth of Bengal: সোমবার পঞ্চম দফা নির্বাচন। দক্ষিণবঙ্গের ৭ লোকসভা আসনে ভোট গ্রহণ। ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। পঞ্চম দফা ভোটের দিন কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মে এর শেষে সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও তা নিয়ে উদ্বেগের কোন কারণ নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে বাইশে মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ২৪ শে মে তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে নিম্নচাপের গতিপথ এখনো স্পষ্ট নয়। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি। বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ও দুই চব্বিশ পরগণায় কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের সঙ্গে বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।

বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। দুর্যোগ শুধুমাত্র দক্ষিণবঙ্গের নয়, সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে থাকছে ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।২১ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Related Articles