
The Truth of Bengal: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের কার্ডিয়লজি বিভাগে ভর্তি করানো হল জ্যোতিপ্রিয় মল্লিককে। জেলের ভেতরে হঠাৎই অসুস্থ হয়ে পরে প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারপরেই তাকে জেল কর্তৃপক্ষ জেল এ নিয়ে যায়, বেশ কিছুক্ষণ সেখানে চিকিৎসা চলে বুকে যন্ত্রণা শ্বাসকষ্ট না কমায় জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে আসা হয় এসএসকেএমএ কার্ডিয়লজি বিভাগে ভর্তি করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে
মঙ্গলবার বিকেলে জেলে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে আনা হয় এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে। সেখানেই তাঁকে পরীক্ষা করেন চিকিত্সকেরা। তার পরেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। কার্ডিওলজির এমার্জেন্সি ওয়ার্ডের ৫ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে জ্যোতিপ্রিয়কে। তাঁর উপরে নজর রাখছে মেডিসিন ও নিউরোলজি বিভাগও।
প্রসঙ্গত, প্রেসিডেন্সি সংশোধনাগারের তাঁর সেলেই সবথেকে বেশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া অভিযুক্তরাও এই সেলেই আছেন। গত রবিবার প্রথম রাতে সেলের মেঝেতে কম্বল পেতে শুতে হয়েছিল মন্ত্রীকে। প্রেসিডেন্সি জেল সূত্রের খবর, যে সেলে বালুকে রাখা হয়েছে, সেখানে রয়েছেন রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় অন্যান্য ধৃতরা, ফলত সেলে রয়েছে কড়া নিরাপত্তা৷ তবে আপাতত অন্য কারও সঙ্গে সেল শেয়ার করতে হবে না জ্যোতিপ্রিয়কে৷
Free Access