কলকাতাদেশ

২৫ বিচারপতিকে বদলির সুপ্রিম নির্দেশ! তালিকায় রয়েছেন কলকাতা হাইকোর্টের ৩ জন

Judge Trasfer of Calcutta High Court

The Truth of Bengal: দিল্লি হাইকোর্টে নিয়োগের এক বছরের মাথায় বিচারপতি গৌরাঙ্গ কান্তকে বদলির সুপারিশ করে সুপ্রিমকোর্ট।সুপ্রিমকোর্টের সুপারিশ মেনেই কলকাতায় বদলিতে সবুজসংকেত দেয় কেন্দ্র।যদিও তিনি মধ্যপ্রদেশ,রাজস্থান বা অন্যরাজ্যে যেতে চান।কিন্তু সুপ্রিমকোর্টের কলেজিয়াম তাঁকে কলকাতায় বদলির সিদ্ধান্ত নেয়। বিচারপতি বদলের সেই ধারা কী আগামীদিনে অব্যাহত থাকবে।কারণ সারা দেশের হাইকোর্টের ২৫জন বিচারপতিকে বদলির আবারও সুপারিশ করল শীর্ষ আদালত।

যার মধ্যে কলকাতা হাইকোর্টের ৩ বিচারপতিকে বদলির সুপারিশ করল সুপ্রিমকোর্ট। সুপ্রিম কোর্টের সুপারিশ অনুযায়ী, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি শেখার ববি সরাফকে এলাহাবাদ হাইকোর্টে ,বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়কে পঞ্জাব হরিয়ানা হাইকোর্টে এবং বিবেক চৌধুরীকে পাটনা হাইকোর্ট, বদলির সুপারিশ করা হয়েছে কেন্দ্রের কাছে। কলকাতা থেকে তিনজনকে বদলি করে এলাহাবাদ থেকে এক বিচারপতিকে কলকাতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে কলেজিয়ামের তরফে।এক একজন বিচারপতিকে বদলির  ভিন্ন কারণ রয়েছে।

শীর্ষ আদালত এভাবে ২৫ জন  বিচারপতিকে স্থানাস্থরের সুপারিশ করায় তা লক্ষ্যণীয় বলেও আইনজীবী মহল মনে করছেন। বিচারব্যবস্থা সম্পর্কে যাঁরা জানেন তাঁরা বলছেন,  কলকাতা হাইকোর্টে ৩ জন বিচারপতি সহ মোট ২৫ বিচারপতির  বদলির এই সুপারিশ কার্যতঃ নজিরবিহীন। কেউ কেউ বলছেন,এই সিদ্ধান্ত কবে কার্যকর হবে, কার্যকর করার ক্ষেত্রে কতটা তত্পর হয় কেন্দ্রীয় সরকার সেই দিকে নজর রাখছেন অনেকে।

Related Articles