অসুস্থ উপাচার্যকে দেখতে হাসপাতালে যাদবপুরের বিক্ষোভরত পড়ুয়ারা
Jadavpur students protest at hospital to see ailing VC

Truth Of Bengal: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত।শনিবার তাকে দেখতে হাসপাতালে আসেন যাদবপুরের পড়ুয়ারা। উপাচার্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর আন্দোলনরত পড়ুয়ারা জানিয়ে দিলেন, আলোচনার দাবিতে অনড় তারা।
গত শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান যাদবপুরের পড়ুয়ারা। পরিস্থিতি উত্তপ্ত হলে একাধিক ছাত্র আহত হন বলেই অভিযোগ। এই ঘটনার দায় উপাচার্যের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে পড়ুয়ারা তাকে বৈঠকে বসার জন্য ডেডলাইন দেন। তবে অসুস্থতার কারণে তিনি সময় দিতে পারেননি ।
যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হাওয়ায় তিনি ছাত্রদের সাথে আলোচনায় বসতে পারেননি। মঙ্গলবার সকালে তাঁর রক্তচাপ মাত্রাতিরিক্ত বেড়ে গিয়ে ১৭০-৯০ পর্যন্ত পৌঁছে যায়। চিকিৎসকদের আশঙ্কা ছিল, এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। তাই তাঁকে বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল উপাচার্যের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাকে হাসপাতালে দেখতে যান ওই বিক্ষোভরত পড়ুয়ারা। এদিন উপাচার্যের সঙ্গে হাসপাতালে দেখা করার পর অভিনব বসু, দেবার্ঘ্য যশরা বলেন, ” উপাচার্যর শারীরিক অবস্থা নিয়েই বেশিরভাগ কথাবার্তা হয়েছে। তাছাড়া প্রতিদিন ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআরের সংখ্যা বাড়ছে। শোনা যাচ্ছে, ইউএপিএ ধারাও দেওয়ার চেষ্টা হচ্ছে। এ সব বিষয়ই উপাচার্যকে জানানো হয়েছে।”
আলোচনার দাবি থেকে যে তারা সরছেন না সেই কোথাও তারা স্পষ্ট করেন। উপাচার্যের সঙ্গে দেখা করার পর তাঁরা বলেন, “সোমবার দুপুর ১টা পর্যন্ত ডেডলাইন যা ছিল, তা থাকছে। আমরা উপাচার্যকে জানিয়েছি, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা জরুরি। উপাচার্য যদি নিজে না বৈঠক করতে পারেন, তাহলে তাঁর প্রতিনিধি কারও সঙ্গেও আলোচনায় বসা যেতে পারে। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছি।”