সমাজ গঠনে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সরকার: মুখ্যমন্ত্রী
জন্ম থেকে জীবনের শেষ পর্ব পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে একাধিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
Truth Of Bengal: আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তিকে আরও শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন তার নিজের এক্স হ্যান্ডেলে। জন্ম থেকে জীবনের শেষ পর্ব পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে একাধিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
রাচির মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেল এ লিখেছেন, নবজাতকের শারীরিক বা বিকাশজনিত অস্বাভাবিকতা দ্রুত শনাক্ত করার জন্য রাজ্যজুড়ে বিশেষ স্ক্রিনিং প্রক্রিয়া চালানো হচ্ছে। এর ফলে শিশুর বিকাশজনিত সমস্যা আগেভাগে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও সংশোধনমূলক হস্তক্ষেপ করা সম্ভব হচ্ছে।
On this International Day of Persons with Disabilities, we reaffirm our commitment to building a more inclusive society.
Our Government has strengthened institutional mechanisms to support PwDs right from their birth through their entire lifecycle – we are screening newborn…
— Mamata Banerjee (@MamataOfficial) December 3, 2025
এই সমস্ত মানুষদের শিক্ষার অধিকারের কথা মাথায় রেখে রাজ্যজুড়ে চলছে একাধিক বিশেষ স্কুল, পাশাপাশি সাধারণ স্কুলগুলিতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প চালু রয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন।






