Humayun Kabir: পারলে করে দেখান, হুমায়ুনের নতুন দল গঠন নিয়ে বক্তব্য ব্রাত্যের
তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে নিজের অবস্থান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
Truth of Bengal: গত কয়েকদিন ধরে নিজের দলকে লাগাতার আক্রমণ করে চলেছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। এখানেই শেষ নয়, আলাদা দল তৈরি করার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি। এবার তা নিয়ে শুক্রবার মুখ খুলল ঘাসফুল শিবির। তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে নিজের অবস্থান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভরতপুর বিধায়ককে অভিনন্দন জানিয়ে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেন করে দেখানোর।
ব্রাত্য বসু বলেন, “অভিনন্দন তাঁকে। করে দেখান যদি পারেন।” বলে রাখা ভালো, হুমায়ুন কবীর বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন এবং নতুন দল গড়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “আর তৃণমূলে নয়। নতুন দল গড়ব ২০ ডিসেম্বরের মধ্যে।” নিজেকে চেয়ারম্যান হিসেবেও ঘোষণা করেন তিনি। তাঁর বক্তব্য, “আমি যদি দল গঠন করি, তাহলে বুঝবে তৃণমূল কংগ্রেস যে ওরা কি হারিয়েছে জেলায়। আমি যদি না থাকি, তাহলে ওরা দশটি আসনও পাবে না মুর্শিদাবাদে।”
প্রসঙ্গত, সম্প্রতি ভরতপুরের এক অনুষ্ঠান থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে হুমায়ুন কবীর দাবি করেছেন যে দলের যদি মনে হয় তাঁর মতো অসভ্য লোকদের দরকার নেই, তাহলে তার ৪৮ ঘণ্টার মধ্যে তিনি দেখিয়ে দেবেন কীভাবে পাল্টাবে মুর্শিদাবাদের রাজনৈতিক রং। এখানেই শেষ নয়, হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “এখনও সম্মান দিয়ে নেতৃত্বের জন্য অপেক্ষা করছি। আমরাও ছোবল মারতে জানি, যদি আমাদের লেজে পা দেওয়া হয়।” সেক্ষেত্রে দেখার যে আগামীদিনে কি করেন ভরতপুর বিধায়ক। হুমায়ুনের তরফ থেকে সত্যিই কি দল গঠন করা হবে নাকি তিনি তৃণমূলই থাকবেন, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে।






