কলকাতা

ডেঙ্গির আঁতুড়ঘর হাওড়া স্টেশন, জমা জলে যেন চলছে মশার চাষ

২৫টি জায়গা থেকে মিলেছে ডেঙ্গির লার্ভা

The Truth of Bengal: গত কয়েক বছরে হাওড়া স্টেশনের উন্নয়নে খোলনোচলে বদলানো হয়েছে। পরিচ্ছন্নাতার দিকে থেকে অনেকটাই সুশ্রী ফিরেছে হাওড়া স্টেশনে। কিন্তু বর্তমানে যা হাল দাঁড়িয়েছে, তা ভয়ঙ্কর, হাওড়া স্টেশনই হয়েছে উঠেছে ডেঙ্গি মশার আঁতুড়।

মাস খানেক ধরে, রাজ্যের ডেঙ্গির প্রকোপ অনেকটাই বেড়েছে। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। ফলত পুজোর মুখে ডেঙ্গি নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই অবস্থাতেই হাওড়া স্টেশন চত্বরের চিত্র উঠে এলো একদম ভিন্ন। সূত্রের খবর, হাওড়া স্টেশনের ২৫টি জায়গা থেকে মিলেছে ডেঙ্গির লার্ভা।

হাওড়া স্টেশন দেশের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে অন্যতম। দেশের বিভিন্ন কোনার দূরপাল্লার ট্রেন এখান থেকে ছাড়ে বা এই রুট হয়ে যায়। ফলে, দৈনিক লক্ষাধিক যাত্রীর ভিড় সামলাতে হয় এই স্টেশনকে। রেলের তরফে দৈনিক সাফাইয়ের কাজ করা হলেও, ডেঙ্গি মশার লার্ভা মেলায় উদ্বেগ তৈরি হয়েছে। হাওড়া পুরসভার সূত্রের খবর, পুরসভার ভেক্টর কন্ট্রোল টিম অভিযান চালিয়ে হাওড়া স্টেশনের ২৫টি জায়গা থেকে ডেঙ্গির লার্ভার খোঁজ পেয়েছে।

পুরসভার তরফে জানানো হয়েছে, রেল কর্তৃপক্ষকে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, স্বচ্ছতা অভিযানে তাঁরা কোনও খামতি রাখছে না। দৈনিক সাফাই করা হয়।

Related Articles