সাতসকালে জোড়াবাগানে ভয়াবহ হত্যাকাণ্ড, উদ্ধার রক্তাক্ত দেহ
Horrible murder in Jorabagan at seven in the morning, bloody body recovered

Truth Of Bengal: কালীপুজোর সকালে খাস কলকাতার জোড়াবাগানে ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড। স্থানীয় বাসিন্দা ৫২ বছর বয়সী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর আবাসনের ঘর থেকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সেন লেনের বাসিন্দা ছিলেন এবং পেশায় এলআইসি এজেন্ট ছিলেন। তিনি একটি পাঁচতলা বাড়ির একাংশে একা বসবাস করতেন। নিচে বাস করতেন তাঁর দিদি। প্রতিবছরের মতো এবছরও সকালে দিদি তাঁর জন্য চা পাঠান। কিন্তু যখন অভিজিৎ বাবুর ঘরে কোনো সাড়া পাওয়া যায়নি, তখন দিদি পিছনের দরজা দিয়ে ঢুকে তাঁর নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিল চাপ চাপ রক্ত।
এ ঘটনার পরপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ এবং খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাড়ির দরজা বন্ধ ছিল, তবে আততায়ী ঘরে প্রবেশ করল কীভাবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা খুনের কারণ জানতে আগ্রহী। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কিভাবে ঘটল, এবং এ ঘটনায় আর কেউ জড়িত কিনা, তা জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।