৩ মার্চ থেকে শুরু উচ্চমাধ্যমিক, কী কী কড়া আইন আনল সংসদ
Higher Secondary starts from March 3, what strict laws did the MP bring?

Truth Of Bengal: আগামী ৩ মার্চ থেকে শুরু উচ্চমাধ্যমিক। ১৮ মার্চ চলবে পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। চলবে ১.১৫ মিনিট পর্যন্ত। সকাল ৯ টার মধ্যে সব পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। প্রশ্ন ফাঁস ও টুকলি রুখতে এবার উচ্চমাধ্যমিকে আরও কঠোর নিয়ম-কানুন জারি করা হয়েছে।
৩ মার্চ থেকে শুরু উচ্চমাধ্যমিক, কি কি কড়া আইন আনল সাংসদ pic.twitter.com/nr2cGNVIZo
— TOB DIGITAL (@DigitalTob) February 26, 2025
বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে জানান, প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়ে তার জন্য আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে পরীক্ষার্থীরা। যাতে করে কোন ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারেন।
পাশাপাশি সিসি টিভির ক্যামেরায় মোড়া থাকবে পরীক্ষাকেন্দ্র। ২০২৪ এর উচ্চ মাধ্যমিকের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর উচ্চমাধ্যমিকে বসছে ৫লক্ষ ৯ হাজার। কত বছর সংখ্যাটা ছিল সাত লক্ষের বেশি। ছাত্রদের থেকে ছাত্রীদের সংখা ৪৭৫৭১ সংখ্যা বেশি।