কলকাতারাজ্যের খবর
Trending

তিলোত্তমায় হিমেল পরশ ,জেলায় শীতের স্টেডি ব্যাটিং অব্যাহত…

Heavy winds will freely enter all parts of the state. Steady batting of winter continues in the district

The Truth Of Bengal: মিগজাউম কাঁটা সরে যাওয়ার পর থেকে বঙ্গে শীতের প্রবেশ ঘটে চলেছে। আপাতত উত্তুরে হাওয়া অবাধে রাজ্যের সর্বত্র প্রবেশ করবে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক বা তার থেকে সামান্য কমই থাকবে।

ডিসেম্বরের যে আমেজ বঙ্গবাসী চেয়ে থাকে, তা কার্যত পেয়ে আমজনতার মুখে হাসি। চারিদকে কুয়াশা, রাতে ঠাণ্ডার পরশ,সবেমিলে যেন পারফেক্ট উইন্টার।

ডিসেম্বরের এই সময়ে কলকাতার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা কলকাতায় ছিল ১৪.৭ ডিগ্রি। দিনের তাপমাত্রাও আপাতত স্থিতিশীল থাকবে। তাই শীতের এই আমেজ আপাতত টানা উপভোগ করতে পারবেন শহরবাসী। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আর আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তাই সেখানেও বহাল থাকবে শীতের আমেজ। পশ্চিমাঞ্চলের জেলায় শীতের স্টেডি ব্যাটিং অব্যাহত।

Free Access

Related Articles